PathokBarta Logo
Feature Image

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের খতমে কোরআন ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি
চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরীর আন্দরকিল্লা ঐতিহ্যবাহী শাহী জামে মসজিদে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতীব আনোয়ারুল ইসলাম আনসারী। তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এম. সাঈদুল ইসলাম, সহ-সভাপতি তারেক ইকবাল রনি, বর্তমান আহ্বায়ক মো. ইদ্রিচ, সদস্য সচিব মুনিরুদ্দিন শাওন, যুগ্ম আহ্বায়ক রেজা হায়াত খান, নাঈম উদ্দিন দিপু, তৌহিদুল ইসলাম ও ইসতাফিজ।

এছাড়া ছাত্রদলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ইব্রাহীম, আসহাব কোরাইশী, কামরুল হাসান কাদের, নিয়ামুল হক হৃদয়, বোরহান, আমিনুল ইসলাম, দানিয়াল আলম, রায়হান, পারভেজ, আশিখ রানা এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলন, মানুষের অধিকার ও স্বাধীনতার জন্য দীর্ঘদিন ধরে লড়াই করে আসছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনা করা শুধু রাজনৈতিক কর্মীদেরই নয়, বরং গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা। তারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার সুস্থতা রাজনৈতিক স্থিতিশীলতা ও জাতির কল্যাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মাহফিল শেষে অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন যে, জাতীয় নেত্রী দ্রুত সুস্থ হয়ে দেশের মানুষের পাশে দাঁড়াতে সক্ষম হবেন।

তারিখ: 03 Dec 2025 | সময়: 21:58