PathokBarta Logo
Feature Image

গুলশান চাঁদাবাজি: ভাইরাল ভিডিওতে অপুর বিস্ফোরক দাবি

অনলাইন ডেক্স : রাজধানীর গুলশানে সাবেক মহিলা এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়কদের চাঁদাবাজির আলোচিত ঘটনা নিয়ে জানে আলম অপুর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

বুধবার রাতে সাংবাদিক জাওয়াদ নির্ঝরসহ অনেকে ৩৫ মিনিটের ভিডিওটি পোস্ট করেন। চাঁদাবাজির ঘটনার পর আত্মগোপনে থাকা অবস্থায় জানে আলম অপু ভিডিওটি ধারণ করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। 

এই ভিডিওতে জানে আলম অপু ওই ঘটনার আদ্যোপান্ত বর্ণনা করেছেন, যার মধ্যে রয়েছে শাম্মীর বাসায় যাওযার আগে উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে অপুর ফোনে কথা বলার তথ্য। এছাড়া শাম্মী সেদিন বাসায় ছিলেন এবং একটি ফোন পেয়ে তিনি বের হয়ে গেছেন- এমন তথ্য দিয়ে ভিডিওতে অপু প্রশ্ন করেছেন, কার ফোন ছিল সেটি?
 
ভিডিওতে জানে আলম অপু বলেন, “গুলশানে চাঁদাবাজির ঘটনায় টাকার ব্যাগ নিতে যে ছেলেকে দেখেছেন, সেটা আমি। আপনারা একটি ফুটেজের মাধ্যমে দেখেছেন যে সমন্বয়করা চাঁদাবাজিতে জড়িত। যে সমন্বয়ক গত বছর ছিল মহানায়ক তারা হয়ে গেল চাঁদাবাজ।”

অপু বলেন, “আমার কিছু প্রশ্ন আছে। আপনারা কি জানেন ওইদিন ভোর ৫টার সময় ওই জোনের ডিসি-এসিকে অবগত করে একদম অফিসিয়াল প্রসেসে পুলিশকে সঙ্গে নিয়ে শাম্মীর সেই বাসায় আমরা অভিযান চালাই। আপনারা কি জানেন, সেই অভিযানে যাওয়ার আগে গুলশানের কোনো একটি জায়গায় উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে আমার কথা হয়। মিডিয়ায় সেই বিষয়টি নেই কেন? আগের রাতে অভিযানের বিষয়টি মিডিয়ায় ধামাচাপা দেওয়া হলো কেন?”

তিনি আরো বলেন, “ভোরবেলার আইনশৃঙ্খলা বাহিনীর সেই অভিযানের তথ্য নেই কেন। অভিযানের সময় আমরা বুঝতে পারি শাম্মী সেখানে ছিলেন। তথ্য পেয়ে তিনি পালিয়েছেন। যে আড়াই মিনিটের ভিডিও ভাইরাল করে আমাদের রাতারাতি ভিলেন বানানো হলো, তাদের কাছে চ্যালেঞ্জ, সৎ সাহস থাকলে আগের রাতের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন। দেখি কে ফোন করছেন, কার ফোনে শাম্মী ওই বাসা থেকে বের হয়েছেন। আমরা যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অভিযানে গেলাম সেখানে আমাদের মধ্যে কী কথা হয়েছিল সেগুলো প্রকাশ করুন।”

তারিখ: 14 Aug 2025 | সময়: 16:32