PathokBarta Logo
Feature Image

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর উদ্ধার

নিজেস্ব প্রতিনিধিঃ ৩০ জুলাই ২০২৫

বৈষ্যম্যবিরোধী আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের নাখালপাড়ার বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। অভিযান চালিয়ে দুই কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে প্রায় ২০ লাখ টাকার এফডিআর নথি উদ্ধার করে পুলিশ।
ডিবির একজন কর্মকর্তা জানিয়েছেন, রিয়াদের বাসা থেকে পাওয়া চেক ও এফডিআরের প্রকৃতি যাচাই করা হচ্ছে। এগুলো চাঁদাবাজির মাধ্যমে অর্জিত কি না, সে বিষয়ে তদন্ত চলছে।

রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় “সমন্বয়ক” পরিচয়ে গিয়ে চাঁদা দাবির অভিযোগে রিয়াদসহ পাঁচজনকে আটক করে পুলিশ। অভিযোগে বলা হয়, গত ১৭ জুলাই সকালবেলা রিয়াদ ও তার সহযোগী কাজী গৌরব (অপু) শাম্মীর স্বামী সিদ্দিক আবু জাফরের বাসায় গিয়ে তাকে হুমকি দিয়ে ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার দাবি করেন। তারা জাফরকে “আওয়ামী লীগের দোসর” আখ্যা দিয়ে গ্রেপ্তারের ভয় দেখান। ভয় পেয়ে জাফর তাৎক্ষণিকভাবে ১০ লাখ টাকা দিয়ে দেন।
এরপর গত শনিবার বিকেলে রিয়াদের নেতৃত্বে আরও কয়েকজন গিয়ে বাকি ৪০ লাখ টাকা দাবি করলে জাফর গুলশান থানায় অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে রিয়াদসহ পাঁচজনকে আটক করে।

মঙ্গলবার রাতে প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর নিজের ফেসবুক পোস্টে এমন তথ্য জানিয়েছেন। একইসঙ্গে গুলশান বিভাগের একাধিক কর্মকর্তা নির্ঝরের এই পোস্টের সত্যতা নিশ্চিত করেছেন। ফেসবুক পোস্টে নির্ঝর জানিয়েছেন, অভিযানে রিয়াদের একটি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্টে ৬০-৭০ লাখ টাকা লেনদেনের প্রমাণ পেয়েছে পুলিশ।

আলোচিত চাঁদাবাজ রিয়াদের বাসায় অভিযানে যা যা পাওয়া গেল শিরোনামে দেওয়া ওই ফেসবুক পোস্টে জাওয়াদ নির্ঝর লিখেছেন, ‘সমন্বয়ক পরিচয় দিয়ে গুলশানে চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার হয়েছেন বৈষ্যম্যবিরোধী আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ। গতকাল রাত ১১টা পর্যন্ত পুলিশ রিয়াদের নাখালপাড়ার বাসায় অভিযান চালায়। এ সময় দুই কোটি ২৫ লাখ টাকার একটি চেকের সন্ধান পায় পুলিশ। আগামী মাসের ২ তারিখে ওই চেকটি ক্যাশ হওয়ার কথা ছিল।

টাকার সূত্র উল্লেখ করে জাওয়াদ নির্ঝর বলেন, ‘গুলশানে আওয়ামীপন্থী এক ব্যবসায়ীর জমি উদ্ধারে ৫ কোটি টাকা চুক্তি হয়েছিল রিয়াদের সঙ্গে। সেই চুক্তির দুই কোটি ২৫ লাখ টাকার লেনদেনে চেক ছিল রিয়াদের ঘরে। এফডিআর ও ব্যাংক লেনদেন সম্পর্কে এই প্রবাসী সাংবাদিক জানিয়েছেন, পুলিশ তার ঘর থেকে অন্তত ১০টি এফডিআরের কাগজ পেয়েছে। যেগুলোতে সর্বনিম্ন দুই লাখ টাকা করে রাখা আছে। গত কয়েক মাসে রিয়াদের একটি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্টে ৬০-৭০ লাখ টাকার লেনদেনের প্রমাণ পেয়েছে পুলিশ। গতকাল রিয়াদের বাসায় এই অভিযান হলেও এখনো পুলিশ অফিশিয়ালি কোনো বক্তব্য দেয়নি।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, এ ঘটনায় সিদ্দিক আবু জাফর বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১০–১২ জনকে আসামি করে মামলা করেছেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন রিয়াদ ও অপু।
আটকদের সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবি। কর্মকর্তারা জানিয়েছেন, তারা জিজ্ঞাসাবাদে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে, যা তদন্তে সহায়ক হচ্ছে।

ওসি হাফিজুর রহমান আরও জানান, গুলশান, বাড্ডা ও বনানীসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে রিয়াদ ও তার সহযোগীদের বিরুদ্ধে ফোনে চাঁদাবাজির একাধিক অভিযোগ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্তদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। নতুন অভিযোগ পেলে তা-ও তদন্ত করে দেখা হবে।

তারিখ: 30 Jul 2025 | সময়: 12:26