PathokBarta Logo
Feature Image

রিয়াদ ছিলেন কাদের মির্জার অস্ত্রধারী ক্যাডার

নিজেস্ব প্রতিনিধিঃ ২৯ জুলাই ২০২৫

গুলশানে ছাত্র সন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার রিয়াদ ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জার অস্ত্রধারী ক্যাডার। পরে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়কের পদ পান। রিয়াদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্রপ্রতিনিধির দায়িত্বে আছেন বলেও জানা গেছে।

চাঁদাবাজির মামলায় গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবদুর রাজ্জাক ওরফে রিয়াদ প্রতীক মাত্র। রাজধানীর গুলশানে সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার রিয়াদের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগে। সেখানে তার পাকা ভবন তৈরি করা হচ্ছে। প্রায় আড়াই মাস আগে ভবনটির নির্মাণকাজ শুরু হয়েছে। গত সপ্তাহে দেওয়া হয়েছে ছাদ ঢালাই। তার আরেক পরিচয় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য। সংগঠনটি তাকে বহিষ্কার করেছে। গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসা থেকে রাজ্জাকসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিয়াদসহ চারজনের রিমান্ড চলছে।

তারিখ: 29 Jul 2025 | সময়: 13:19