PathokBarta Logo
Feature Image

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

নিজেস্ব প্রতিনিধিঃ ২৯ জুন ২০২৫
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের, কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঘোষিত ১৫ দিনব্যাপী সারাদেশে বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ সম্পন্ন হয়েছে।

জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর আগে বলেন ‘পরিবেশ সংরক্ষণ কোনো বিলাসিতা নয়, এটি একটি অপরিহার্যতা। আমাদের উচিত দলমত নির্বিশেষে একযোগে কাজ করে এমন এক বাংলাদেশ গড়ে তোলা, যা আগামী প্রজন্মের জন্য সবুজ, বাসযোগ্য ও টেকসই হবে। তিনি আরো বলেন বিশ্ব পরিবেশ দিবসের এই দিনে সবাইকে প্রকৃতির প্রতি দায়িত্বশীল হতে এবং আশার বীজ বপনের আহ্বান জানান। এরি প্রেক্ষিতে দলিয় কর্মসূচির অংশ হিসেবে এই কাজ সম্পন্ন হয়।

আইন কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ ইদ্রিচের সভাপতিত্বে, সদস্য সচিব মনির উদ্দিন শাওন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি এম. সাঈদুল ইসলাম।

এ ছাড়া ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক অর্থ সম্পাদক এ্যাড. এরশাদুল কাইয়ুম, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি শহীদুল্লাহ সাগর।

এছাড়া আরো উপস্থিত ছিলেন আইন কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃনাঈম উদ্দিন দীপু, এস্তাফিজুর রহমান, তৌহিদুল ইসলাম, সদস্য নুরুল হক মির্জা, আরো উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের নেতা মোহাম্মদ ইয়াছিন মাসুদ, কামরুল হাসান কাদের, মইনুদ্দিন ছিন্তী, বেলাল হোসাইন শান্ত, মো: হানিফ মজুমদার, মো. জিউল হক, আরিফ উদ্দীন কাউসার।

তারিখ: 29 Jun 2025 | সময়: 15:02