PathokBarta Logo
Feature Image

সাবেক প্রধান নির্বাচন কমিশনা (সিইসি) কেএম নূরুল হুদার ১০ দিনের রিমান্ড

নিজেস্ব প্রতিনিধিঃ ২৬ জুন ২০২৫
প্রধান নির্বাচন কমিশনা (সিইসি) কেএম নূরুল হুদার ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

রাষ্ট্রদ্রোহের অভিযোগে শেরেবাংলা নগর থানার মামলায় গত ২২ জুন সন্ধ্যায় রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরে নূরুল হুদার বাড়িতে গিয়ে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। নূরুল হুদা প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন করার অভিযোগে দায়ের করা মামলায় ২৩ জুন তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার সিএমএম আদালত।

আজ শুক্রবার (২৭ জুন) মামলার তদন্ত কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক শামসুজ্জোহা সরকার এই আবেদন করেন। কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে ঢাকার মহানগর হাকিম আদালত শুনানি অনুষ্ঠিত হবে।
ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম এ তথ্য জানান।

তারিখ: 27 Jun 2025 | সময়: 15:45