PathokBarta Logo
Feature Image

বাস দুর্ঘটনায় নাইজেরিয়ায় ২১ ক্রীড়াবিদ নিহত

ভয়াবহ বাস দুর্ঘটনায় নাইজেরিয়ায় ২১ ক্রীড়াবিদ নিহত হয়েছেন। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয়।

নাজেরিয়ান পত্রিকা দৈনিক নাইজেরিয়ার প্রতিবেদনে এ কথা বলা হয়, ওই বাসের সঙ্গে অন্য কোনো গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেনি। হয়তো অতিরিক্ত গতি কিংবা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়েছে। বাকি গাড়িগুলো নিরাপদে গন্তব্যে পৌঁছেছে।
নাইজেরিয়ার ওগুন প্রদেশে জাতীয় ক্রীড়া উৎসব শেষ করে ৩১টি বাস কানো প্রদেশে ফিরছিল। একটি বাসে যাত্রীসংখ্যা ছিলো ৩৭ জন। তাদের মধ্যে বেশিরভাগই ক্রীড়াবিদ ও ক্রীড়া কর্মকর্তা। 

স্থানীয় সময় সকাল ৮টায় গারুন মালমে পৌঁছালে ডাকা সালে নামক ব্রিজ থেকে বাসটি পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ১৯ জন নিহত হন। বাকি দুজন মারা যান কুরা সাধারণ হাসপাতালে।

নাইজেরিয়ার সাবেক ভাইস প্রেসিডেন্ট আতিকু আবুবাকার এ ঘটনায় শোক জানিয়েছেন । তিনি বলেন, ‘তারা ছিল আমাদের জাতির সেরাদের মধ্যে অন্যতম, নিবেদিতপ্রাণ, প্রতিভাবান এবং প্রতিশ্রুতিতে পূর্ণ।’

আতিকু আবুবাকার আরো বলেন, ‘ওগুনে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া উৎসব শেষে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার খবরে আমি গভীরভাবে শোকাহত।’

শনিবার (৩১ মে) দেশটির কানো প্রদেশের গারুন মালম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

তারিখ: 01 Jun 2025 | সময়: 13:02