সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের জন্য বাংলাদেশ স্কোয়াডে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন ইতালিয়ান প্রবাসী বাংলাদেশি ফুটবলার ফাহমিদুল ইসলাম। আজ বুধবার (২৮ মে) সকাল আটটায় রোম থেকে ঢাকা পৌঁছান এই তরুণ মিডফিল্ডার। বিমানবন্দরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রটোকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তাকে বাংলাদেশের টিম হোটেলে নিয়ে যাওয়া হবে।
আগামী শনিবার (৩১ মে) জাতীয় দলের প্রাথমিক ক্যাম্প শুরু হবে । প্রবাসী বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে সবার আগে ফাহমিদুল ঢাকায় এসেছে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে তিনজন প্রবাসী বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম এবং শমিত সোমকে রাখা হয়েছে।
আগামী ১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে । এই ম্যাচ দিয়েই দেশের মাটিতে অভিষেক হতে যাচ্ছে ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী। এছাড়া সম্ভাবনা রয়েছে শমিত সোমের ও ফাহমিদুল ইসলামের লাল-সবুজ জার্সিতে অভিষেক হওয়ার।
আগামী ২ জুন ঢাকায় পৌঁছাবেন হামজা চৌধুরী এবং ৩ জুন আসবেন কানাডা প্রবাসী বাংলাদেশি শমিত সোম। প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের সংযুক্তি সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটিকে দর্শকদের আগ্রহের তুঙ্গে নিয়ে গিয়েছে। ইতি মধ্যে ম্যাচ টিকেট সব বিক্রি হয়ে গেছে, এ ম্যাচ নিয়ে বেড়েছে বাংলাদেশ ফুটবল টিমের জার্সি বিক্রি।