PathokBarta Logo
Feature Image

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ

অনলাইন ডেস্ক:বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ বুধবার রাতে মাঠে নামছে পাকিস্তান দল। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ মে ও ১ জুন। তিনটিই ম্যাচ হবে লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে, ফ্লাডলাইটের আলোয়।
প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯ টায়।

পাকিস্তান দলের হালনাগাদ স্কোয়াড:

সালমান আলি আগা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নবাজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), আব্বাস আফ্রিদি, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক), সাইম আইয়ুব।

বাংলাদেশ স্কোয়াড

লিটন দাস (অধিনায়ক), শেখ মেহেদি হাসান, নাজমুল হোসেন শান্ত, তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, তানজিম সাকিব, নাহিদ রানা, শরীফুল ইসলাম ও তানভীর ইসলাম।

তারিখ: 28 May 2025 | সময়: 13:36