নিজেস্ব প্রতিনিধিঃ ২ জুলাই ২০২৫
ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে ভারত যাওয়া শেখ হাসিনাকে আদালত অবমাননার মামলায় ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
আজ বুধবার (২ জুলাই) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
একইসঙ্গে গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মো. শাকিল আলমের (৪০) দুই মাসের কারাদণ্ড ঘোষণা করা হয়েছে।
এই প্রথম শেখ হাসিনাকে মামলায় সাজা দিলেন বাংলাদেশের কোনো আদালত। শেখ হাসিনা যেদিন আদালতে আত্মসমর্পণের পর, গ্রেপ্তার হবেন, সেদিন থেকে এই সাজা কার্যকর হবে বলে জানাযায়।
আপনার মতামত লিখুন :