ব্রেকিং নিউজ :

“১৬তম সভাপতি আমিনুল ইসলাম বুলবুল”


প্রকাশের সময় : মে ৩০, ২০২৫, ৭:৫২ অপরাহ্ন | ১০৪
“১৬তম সভাপতি আমিনুল ইসলাম বুলবুল”

অনলাইন ডেক্স: ১৬তম সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নিয়েছেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল তিনি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দ্বায়িত্ব বুঝে দেয়া হয়।
সহ–সভাপতি হিসেবে নাজমূল আবেদীন ফাহিম ও ফাহিম সিনহার নাম চূড়ান্ত হয়।

আজ শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় বিসিবি পরিচালকদের সভা শেষে পরিচালক ইফতেখার রহমান সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা দেন।

জাতীয় ক্রীড়া পরিষদ গতকাল রাতে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করার পর, আজ বিকেলে আমিনুলকে পরিচালক করে জাতীয় ক্রীড়া পরিষদ। এরপর আজ সন্ধ্যায় এক বোর্ড সভায় তাঁকে সভাপতি নির্বাচিত করেছেন পরিচালকেরা।

আমিনুল ইসলাম বাংলাদেশের অভিষেক টেস্টে দেশের হয়ে ভারতের বিরুদ্ধে প্রথম সেঞ্চুরি করেন। জাতীয় দলে খেলেছেন এক যুগের বেশি সময় ধরে। জাতীয় দলের জার্সি গায়ে ১৩ টেস্ট ও ৩৯ ওয়ানডে ম্যাচে মাঠে নেমেছেন তিনি। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানও আমিনুল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০০২ সালে বিদায় নিয়ে দেশে কোচিং শুরু করেছিলেন। পরে অস্ট্রেলিয়ায় পরিবার সহো পারি জমান।

আমিনুল ইসলাম আইসিসি ও এসিসির বিভিন্ন দায়িত্বে ছিলেন গত এক যুগের বেশি সময় ধরে। বিসিবিতে আসার আগ–পর্যন্ত আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ও আমিনুল ইসলাম আইসিসির হাইপারফরম্যান্স কার্যক্রম এবং ট্রেনিং এডুকেশনেরও প্রধান ছিলেন।

আমিনুল ইসলামের পরিকল্পনায় আফগানিস্তান ক্রিকেট দল যেমন বদলে গেছে তেমনি, বাংলাদেশ ক্রিকেট বদলে যাবে এই আশা করে বাংলাদেশ ক্রিকেটে পাগল জনতা।