

অনলাইন ডেক্স : নাজমুস সাকিব ফেইসবুক পোস্ট
আওয়ামী দোসর দুলাল: আওয়ামী লীগ তাকে যেই পুরস্কারটি দেয় নি, সেই পুরস্কার দুলাল পেলো আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সুপারিশে!
সব সম্ভবের দেশ বাংলাদেশ এটি আরেকবার প্রমাণ হলো ফ্যাসিবাদের দোসর সাজেদুল ইসলাম দুলালের “জাতীয় যুব পুরস্কার” প্রাপ্তির মাধ্যমে! এই ব্যক্তি (লাল বৃত্ত চিহ্নিত) ১২ নং ওয়ার্ড ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। যাত্রাবাড়ীতে জুলাই আন্দোলনের সময়ে ছাত্রলীগের বর্বরতার নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
২০২৩ সালে জাতীয় যুব পুরস্কারের জন্য আবেদন করেছিলেন দুলাল। কিন্তু জালিয়াতির মাধ্যমে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ভুয়া সনদপত্র দাখিলের কারণে; আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তি হওয়া সত্ত্বেও, খোদ আওয়ামী লীগের আমলে তাকে যুব পুরস্কারে ভূষিত করা হয় নি!
মূলত যুব মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত আওয়ামী দোসর যুব উন্নয়ন অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক সাইফুজ্জামানের কারণেই তিনি এ পুরস্কারটি পেলেন! প্রশ্ন জাগতে পারে, হাসিনার আপন মানুষদের প্রতি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কেন এত “ভালোবাসা”? এই প্রশ্নের উত্তর হয়তো পাওয়া যায় জানে আলম অপুর ভিডিওতে দেয়া স্বীকারোক্তি থেকে! যদিও যারা চোখ থাকতে অন্ধ, তাদের কাছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া একজন কিংবদন্তি, যিনি এজেন্সির ষড়যন্ত্রের শিকার!
ফুটনোট: ক্ষমতাবানদের অপকর্ম তারা ক্ষমতায় থাকা অবস্থায় প্রকাশ হলেও, কার্যত কোনোই লাভ নেই এই বাংলাদেশে। বরং আমরা যারা এসব প্রকাশ করছি; তারা নানা “ট্যাগিং” এর শিকার হচ্ছি। যেদিন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার হাতে সরকারি ক্ষমতা থাকবে না, সেদিন অবশ্যই প্রমাণ হবে আমি বা আমরা গুজব ছেড়েছি, নাকি সত্য প্রকাশ করেছি। সেই দিনের আগ-পর্যন্ত আপনারা যারা আসিফ মাহমুদকে ভালোবাসেন, অবশ্যই আমাকে মন খুলে গালি মেরে যান।
——
নাজমুস সাকিব,
১৪ আগস্ট, ২০২৫
আপনার মতামত লিখুন :