অনলাইন ডেক্স : ১৩ আগস্ট ২০২৫
অনুর্ধ্ব ১২ মেয়েদের বিভাগে বাংলাদেশের দাবা চ্যাম্পিয়ন সিদরাতুল মুনতাহা আগামী ১৮ সেপ্টেম্বর থেকে কাজাখস্থানে শুরু হতে যাওয়া FIDE World Cadet Chess Championship 2025-এ বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অল্প বয়সেই ভারত ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে কৃতিত্বের সাথে অংশ নিয়ে দেশের সুনাম অর্জন করেছে মুনতাহা।
তবে যাতায়াত ও আবাসনের জন্য কোনো স্পন্সর না পাওয়ায় তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে। বিষয়টি আমিনুল হকের নজরে আসে। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমিনুল হক মুনতাহার পাশে দাঁড়ান এবং তার কাজাখস্থানে যাওয়া-আসা ও আবাসনের সম্পূর্ণ ব্যবস্থা করে দেন।
আমিনুল হক জানিয়েছেন, সবসময়ের মতো প্রতিটি প্রতিভাবান খেলোয়াড়ের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তিনি গতিময় থাকবেন। তিনি আরও বলেন, জাতীয়তাবাদী দল যদি আগামীতে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করে, তাহলে জাতীয় পাঠ্যসূচিতে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে, দেশের প্রতিটি বিভাগীয় শহরে বিকেএসপির শাখা নির্মাণ করা হবে এবং সেখানে স্বতন্ত্র ক্রীড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি অভিজ্ঞ খেলোয়াড়দের শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে তাদের জন্য স্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
এছাড়া তিনি ঘোষণা দেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া “নতুন কুঁড়ি”র ক্রীড়া বিভাগ পুনরায় চালু করা হবে, যাতে নতুন প্রজন্মের প্রতিভা বিকাশে সহায়ক পরিবেশ তৈরি হয়।