ব্রেকিং নিউজ :

যুক্তরাজ্যের পর ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা ভূমধ্যসাগরীয় দ্বীপ রাষ্ট্র মাল্টা


প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৫, ৪:৩৪ অপরাহ্ন | ১২৪
যুক্তরাজ্যের পর ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা ভূমধ্যসাগরীয় দ্বীপ রাষ্ট্র মাল্টা

নিজেস্ব প্রতিনিধিঃ ৩০ জুলাই ২০২৫

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পর এবার ভূমধ্যসাগরীয় দ্বীপ রাষ্ট্র মাল্টার প্রধানমন্ত্রীর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি পরিকল্পনা গ্রহন করেন। আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে । মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে দেশটির প্রধানমন্ত্রী রবার্ট আবেলা এই ঘোষণা দিয়েছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের একই ধরনের ঘোষণার কয়েক ঘণ্টা পর মাল্টার প্রধানমন্ত্রী ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার এই পরিকল্পনার কথা জানিয়েছেন। এর আগে, ইউরোপের আরেক দেশ ফ্রান্সও ফিলিস্তিন স্বীকৃতি পরিকল্পনার ঘোষণা দিয়েছে।
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে মাল্টা সরকারের ওপর অভ্যন্তরীণ ক্রমবর্ধমান চাপ তৈরি হয়েছে। গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে দেশটির মধ্য-ডানপন্থী বিরোধীদলও অবিলম্বে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবি জানায়। মধ্যপ্রাচ্য ঘেঁষা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এই দ্বীপরাষ্ট্রটি দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি স্বার্থের পক্ষে অবস্থান নিয়ে আসছে। একই সঙ্গে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রচেষ্টায় সমর্থন জানিয়েছে দেশটি।

গত মে মাসে মাল্টার প্রধানমন্ত্রী আবেলা প্রথমবারের মতো ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানান। ওই সময় তিনি বলেছিলেন, জুন মাসে জাতিসংঘের এক সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির ঘোষণা দেওয়া হবে। যদিও পরবর্তীতে সেই সম্মেলন স্থগিত হয়ে যায়।
আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন চলতি বছরের মে মাসেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
এর আগে, মঙ্গলবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধ না হলে, যুদ্ধবিরতি চুক্তি না করলে, পশ্চিমতীরকে অধিগ্রহণ করা হবে না এমন নিশ্চয়তা না দিলে এবং দ্বিরাষ্ট্র গঠনে দীর্ঘ শান্তি প্রক্রিয়ার প্রতিশ্রুতি না দিলে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে ব্রিটেন।

এসব সিদ্ধান্ত পশ্চিমা দুনিয়ায় একটি নতুন কূটনৈতিক ধারার সূচনা করেছে; যা ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে বৈশ্বিক ভারসাম্য পুনর্গঠনের আভাস দিচ্ছে। মাল্টার আসন্ন ঘোষণা সেই ধারাবাহিকতাকেই আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: রয়টারস