চট্টগ্রাম প্রতিনিধি : ১ জুলাই ২০২৫
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে
সুজন বড়ুয়া (২৯) নামে ইউপিডিএফ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
গ্রেপ্তারকৃত সুজন বড়ুয়া প্রকাশ সাইমন (২৯), খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি থানার সাঁওতাল পাড়ার মৃত অশোক বড়ুয়ার ছেলে।
সুজন বড়ুয়ার বিরুদ্ধে খাগড়াছড়ী জেলার লক্ষীছড়ি থানার চুরি এবং নাশকতা সংক্রান্তে ২টি মামলার তথ্য পাওয়া যায়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ সম্মেলনে র্যাব-৭ এর সহকারী পরিচালক এআরএম মোজাফফর হোসেন জানান, ইউপিডিএফ সদস্য সুজন বড়ুয়া নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অবস্থান করছে। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার বিকেল চারটার দিকে জালালাবাদ কুলগাঁও এলাকায় অভিযান চালিয়ে সুজন বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়।
আপনার মতামত লিখুন :